গোবিন্দগঞ্জে ট্রাক বোঝাই গরু ডাকাতি; বগুড়ায় উদ্ধার
বগুড়া প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে ডাকাতি হওয়া ট্রাক বোঝাই ২১টি ষাঁড় গরু বগুড়ার গাবতলী উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। ওই সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।
রোববার দিনগত রাত ২টার দিকে উপজেলার উঞ্চরখী বাজার এলাকা থেকে গরুগুলো উদ্ধার ও দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাবতলী উপজেলার বাসিন্দা শকিল আহমেদ (২০) ও আব্দুল বারী যুবরাজ (৪০)।
এ তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার ওসি মো. জিয়া লতিফুল ইসলাম।
ওসি বলেন, রোববার রাতে পুলিশের একটি টিম টহল দিচ্ছিল। ওই সময় গাবতলীর উঞ্চরখী বাজার এলাকা একটি ট্রাক থেকে বেশ কয়েকজন গরু নামাচ্ছিলেন। গভীর রাতে ট্রাক থেকে গরু নামানোর বিষয়টি পুলিশের সন্দেহ হয়। খোঁজ নিতে টহল টিম এগিয়ে যেতেই পুলিশ দেখে গরু নামানো লোকগুলো দৌঁড়ে পালিয়ে যান। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।’
ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, পরবর্তীতে গরুর ট্রাকটি উদ্ধারের সংবাদ পেয়ে গরু ব্যবসায়ীরা, ট্রাক চালক ও হেলপার গাবতলী থানায় আসেন। তারা জানান, নীলফামারী জেলার হাট থেকে গরগুলো কিনে চট্টগ্রাম নেওয়া হচ্ছিল। রোববার রাত ১১ দিকে তারা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা নামকস্থানে পৌঁছালে সেখানে পাঁচ-ছয়জন ডাকাত আরেকটি ট্রাক বেরিকেট দিয়ে তাদের ট্রাকটি থামায়। একপর্যায়ে তাদেরকে দড়ি দিয়ে হাত-পা বেঁধে রাস্তার পাশে জঙ্গলে নিয়ে ফেলে দেওয়া হয়। পরে ট্রাক বোঝাই গরু নিয়ে চলে যান ডাকাতরা।
সোমবার বিকেলে পুলিশ কর্মকর্তা জিয়া লতিফুল বলেন, গরু ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

