গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহির

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:২৭ PM, ০৭ ডিসেম্বর ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় মিলন মিয়া (২৭) নামে এক মোটরসাইকেল আরোহি নিহত হয়েছেন। তিনি পেশায় একজন ফল ব্যবসায়ী ছিলেন।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা- রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ থানা চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন উপজেলার শিবপুর ইউনিয়নের রুদ্রনগর গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিলন মিয়া পৌর শহরে ফল ব্যবসা করতেন। রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে থানা চৌরাস্তামোড়ে রাস্তা পারাপার হওয়ার সময় বালুবোঝাই একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে সামন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মিলন মিয়া মারা যান। মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘাতক ট্রাকের হেলপার ও ড্রাইভার পালিয়ে যায়।

তাৎক্ষণিক আশ-পাশের লোকজন ঘটনাস্থলে এসে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পুলিশ ঘাটত ট্রাকটি আটকটি করে থানায় নিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন :