গোবিন্দগঞ্জে জেলা বাপুসের নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্যদের সংবর্ধনা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) গাইবান্ধা জেলা কমিটির নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সংগঠনটির গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়।
এ উপলক্ষে বুধবার দুপুর ২টার দিকে গোবিন্দগঞ্জ পৌরশহরের বর্ধনকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়র হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বাপুসের গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আবু হান্নান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক সুমন কায়ছারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ওই সমিতির জেলা কমিটির সভাপতি আলহাজ্ব আবেদ আলী সরকার, সিনিয়র সহসভাপতি বাবু বিভূতি ভূষণ মণ্ডল, সহসভাপতি আব্দুল মাবুদ, শাহজাহান সরকার, কেএম নেয়ামুল আহসান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন ও আব্দুল হান্নান প্রমুখ।
আলোচনা সভা শেষে গাইবান্ধা জেলার নবনির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে গঠনতন্ত্র মেনে সংগঠনের লক্ষ ও উদ্দেশ্য বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

