গোবিন্দগঞ্জে জেলা পরিষদের উদ্যােগ ক্রীড়া সামগ্রী বিতরণ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জেলা পরিষদের উদ্যােগে ক্রীড়া সামগ্রী দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ করা হয়।
গতকাল সোমবার উপজেলার কামদিয়া সরকারি প্রাথমিক ও তিরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ক্রীড়া ‘সামগ্রী কিরণ করা হয়।
ঘোড়াঘাট মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাহফুজার রহমান দিপুর সভাপতিত্বে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানসেন আহম্মেদ এবং বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ মিয়া।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাসুমা আকতার, মর্জিনা বেগস, সহকারি শিক্ষক দেলোয়ারা বেগম, মাহফুজার রহমান, ছফুরা আকতার, তাজনাহার বানু, হোমায়রা কোম ও ফেরদৌস প্রমুখ।
“অনুষ্ঠানে প্রধান অতিথী শিশুদের মানসিক সুস্বাস্থের জন্য ক্রীড়া ক্ষেত্রে গুরুত্বারোপের গুরুত্বারোপ করার লক্ষে তার বক্তব্য তুলে ধরেন।

