গোবিন্দগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৪০ বছর পূর্তি উদযাপন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির আয়োজনে সংস্থা’র ৪০ বছর পূর্তি ও ৪১ বছরে পদার্পন উপলক্ষে কেক কর্তন, র্যালী, শীত বস্ত্র বিতরন ও আলোচনা সভা সংস্থার নিজস্ব কার্য্যালয়ে শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
এর আগে সংস্থার পক্ষ থেকে প্রধান অতিথিসহ অতিথিদের ফুলেল শুভেচছা ও ব্যাচ পরিয়ে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান।
জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির সভাপতি জিল্লুর রহমান সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোপাল মহন্ত, রিপোর্টাস ফোরামের সভাপতি রফিকুল ইসলাম রফিক, বাংলাদেশ প্রেস ক্লাব গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি মাহমুদ খান, সাধারণ সম্পাদক উজ্জ্বল হক প্রধান, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক জাফরুল ইসলাম, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি ফারুক হোসেন, সাংবাদিক রাহেনুল হক সরকার, অজয় চাকী, কালামানিক দেব, তারাজুল ইসলাম, নুর আলম আকন্দ, রতন ঘোষ, ছাইদুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম সম্পাদক শাহীন খন্দকার, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুজ্জামান সামছুল, সদস্য এম এ রহিম, খসরু মাহমুদ, আবু তারেক ও জাকির হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।

