গোবিন্দগঞ্জে জাতীয় বীমা দিবস উদযাপন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;‘
মুজিববর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার’ এই প্রতিপাদ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় বীমা দিবস উদযাপিত হয়েছে।
সোমবার (১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে একটি র্যালী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের পশ্চিম চৌমাথা সান লাইফ ইনসিওরেন্সের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হন। মহামারী করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে অত্র কোম্পানীর জুনিয়র এ,এম,ডি মোছাঃ রাহেনা আলমের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের এ,জি,এম মো. আজমল হোসেন, এ,জি,এম মো. ফেরদৌস আলম, বি,এম মো. আসাদুজ্জামান, বি,এম মো. মোস্তাফিজুর রহমান, ও অফিস ষ্টাফ মো. আব্দুল মতিন প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৬০ সালের ১ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্তানের আলফা ইনসিওরেন্সে যোগদান করেছিলেন। এরপর এ জীবন বীমার উদ্যোক্তারা দিনটিকে জাতীয় বীমা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেন। পরবর্তীতে সরকার তাদের সিদ্ধান্তকে দিবস হিসেবে অনুমোদন দেন।
বক্তারা আরও বলেন, প্রতি বছর দিবসটি পালনে জন্য নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কিন্তু করোনা মহামারির কারণে এ বছর দিবসটি সীমিত পরিসরে উদযাপন করা হয়।

