গোবিন্দগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যু পরপর নিবন্ধন এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
বুধবার (৬ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বিডি হলে এ দিবসটি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে র্ভাচুয়ালী বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ, চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ,র,ম শরিফুল ইসলাম জর্জ, সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম ও সমাজসেবা অফিসার শফিউল ইসলাম মন্ডল জুয়েল। অনুষ্ঠানে পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর রিমন কুমার তালুকদার, পুজা উদযাপন পরিষদের সভাপতি ত্বনয় কুমার দে সহ উপজেলার বিভিন্ন স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

