গোবিন্দগঞ্জে জাতীয় আদিবাসী পরিষদের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় আদিবাসী পরিষদের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
৩ সেপ্টেম্বর ২০২২ বিকালে সাহেবগঞ্জ ইক্ষু খামারের কাটামোড় নামকস্থানে জাতীয় আদিবাসী পরিষদের জেলা সভাপতি ডা. ফিলিমন বাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার, সহ সাংগঠনিক সম্পাদক সুফল হেমব্রম, আদিবাসী নেত্রী এষ্টেরিনা মুরমু, সুচিত্রা মুর্মু তৃষ্ণা, কমিটির সদস্য আনিসুর রহমান ময়নুল ও সেকেন্দার আলী প্রমুখ।
বক্তারা বলেন, সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকার তিন-চার ফসলি জমিতে শর্তছাড়া পল্লী বিদ্যুৎ সেচের সংযোগ দিতে হবে। পাশাপাশি ২০১৬ সালের ৬ নভেম্বর তিন সাঁওতাল হত্যার, বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর, জমি ফেরত ও ক্ষতিপূরণসহ সাতদফা বাস্তবায়নের দাবী জানান।

