গোবিন্দগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী পালিত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
বাংলাদেশ আওয়ামীলীগ গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন শাখার আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (২২ আগস্ট) মহিমাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল ওয়াহেদ বিএসসি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।
মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খুরশিদ আলম পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আতাউর রহমান সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সম্পাদক আব্দুল লতিফ প্রধান, সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান মন্ডল, দপ্তর সম্পাদক ফিরোজ খান নুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরে আলম ছিদ্দিক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কমেট, উপ-প্রচার সম্পাদক অধ্যক্ষ আব্দুর নুর, কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য খন্দকার জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মকু, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম প্রধান ও সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিটি ওয়ার্ডের সভাপতি/সম্পাদক সহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

