গোবিন্দগঞ্জে জমি ফেরতসহ জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৫৯ AM, ২৩ অগাস্ট ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতিপক্ষের কাছ থেকে জমি উদ্ধার করা সহ প্রাণনাশের হুমকী দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ আগষ্ট) দুপুরে প্রেসক্লাব গোবিন্দগঞ্জে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জমির প্রকৃত মালিক মোঃ তাইয়ান তালুকদার।

লিখিত বক্তব্যদানকালে তাইয়ান বলেন, আমার বাবা সাইফুল ইসলাম তালুকদার মৃত্যুর পর গোবিন্দগঞ্জ পৌরশহরের পান্থাপাড়া এলাকার বাসিন্দা মানিক তালুকদারের ছেলে জিল্লুর বারী হিরো, তাইজুল ইসলাম তালুকদার, সাইদার রহমান স্বপন ও মঞ্জুরুল ইসলাম তালুকদার বেশ কিছুদিন থেকে তাদের গোবিন্দগঞ্জ পৌরসভাধীন পান্থাপাড়া মৌজার ৫ বিঘা ফসলী জমি বর্গা নিয়ে জমিতে চাষাবাদ করে আসছেন। কিছুদিন ফসলের ভাগ দিলেও বর্তমানে তারা আর ফসলের ভাগ দিচ্ছে না। সেই সাথে তার বর্গাকৃত জমি তাদের দাবী করে জমি ফেরত দিচ্ছে না। এ ব্যাপারে তাদের জমি ফেরত দিতে বললে তারা জীবন নাশের হুমকী দিচ্ছে।

তাইয়ান বলেন, জমি ফেরত পাওয়ার উদ্দেশ্যে তার মা গোবিন্দগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে গত ২০০৯ সালের ১৮ ফেব্রুয়ারী উল্লেখিত ব্যক্তিদের বিবাদী করে একটি বাটোয়ারা মামলা করেন। মামলা নং -২০/৯। মামলার পর থেকেই বিবাদীরা আরো ক্ষিপ্ত হয়ে উঠে।

এরই ধারাবাহিকতায় চলতি বছরের ২০ আগষ্ট বিবাদীরা মামলা তুলে নেয়ার জন্য দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে তাদের উপর হামলা করে। হামলায় তাদের ব্যাপক ক্ষতি হয়। এ ঘটনায় আমি বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ দায়ের করি। তাদের বিরুদ্ধে জিডি করার পরে তারা আরো ক্ষিপ্ত হয়ে নানা ভাবে প্রাণনাশের হুমকী দিয়ে আসছে। সেইসাথে তারা দখলকৃত জমি বিক্রির পাঁয়তারা করছে। এমনকি তারা জোরপূর্বক নালিশী জমি খতিয়ান নং- ২৪৯, দাগ নং ৪২৮ এর ১৮ শতক জমির ওপর বিমল কুমার সাহা বৈদ্যর কাছে বায়না নিয়ে লিগ্যাল নোটিশও প্রদান করেছে। এমতাবস্থায় বর্তমানে আমার মা সহ পরিবারের সদস্যরা আশঙ্কিত জীবন-যাপন করছি।

তাইয়ান বলেন, আমাদের জীবনের নিরাপত্তা দেয়া সহ আমাদের জমি ফেরত দেয়ার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তাইয়ানের মা বিউটি বেগম।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, উক্ত ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :