গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে কোপাল প্রতিপক্ষ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সাইফুল ইসলাম (৫৩) নামে এক বৃদ্ধকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় সজল সরকার ও তার শাহজালাল, অহেদুল ইসলামসহ ৬জনের নাম উল্লেখ করে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেছেন।
জানা গেছে, উপজেলার শাখাহার ইউনিয়নের জানখুর গোপালপুর গ্রামের সাইফুল ইসলামের সঙ্গে পাশবর্তী রাজস্ গ্রামের শাহজালাল ও তার ছেলে সজলের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই একপর্যায়ে গত শুক্রবার প্রতিপক্ষ সজল সরকার ও তার শাহজালালসহ দলবদ্ধভাবে বাড়ীতে গিয়ে সাইফুল ইসলামের ওপর হামলা করে। এসময় সাইফুল ইসলামের স্ত্রীকে মারপিটসহ শ্লীলতায় হানি ঘটায়। মারপিটে সাইফুল ইসলামের কানকাটা ও শরীরের বিভিন্ন অংশে ছেলা-ফুলা জখম হয়। মা-বাবাকে বাঁচাতে সাইফুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম এগিয়ে গেলে তাকেও মারপিট করে প্রতিপক্ষের লোকজন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রতিপক্ষরা মারপিট করে যাওয়ার সময় খুন-জখম সহ বিভিন্ন হুমকী-ধুমকি দিয়ে চলে যায়। এ ঘটানায় সাইফুল ইসলাম বাদী হয়ে সজল সরকার ও তার শাহজালালসহ ৬জনের নাম উল্লেখ করে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ শাহজালাল নামের এক আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেন।
এ বিষয়ে শাহজালালের স্ত্রী সেলিনা বেগম জানান, সাইফুল ইসলাম আমার ভাই হয়। পৈত্রিক সূত্রে তার কাছে আমরা জমি পাবো। কিন্তু সে জমি না দিয়ে টালবাহানা করছে। আর ঘটনার দিন সাইফুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম রাস্তায় একা পেয়ে আমাকে মারপিট করেছে। এরপর উভয়ের মাঝে ঝগড়া-ঝাটি হয়েছে। আমাদের কেউ তাদেরকে মারপিট করিনি।
গোবিন্দগঞ্জ উপজেলাধীন বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জি বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা দায়েরের পর রোববার (৩ জুলাই) এক আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশের জোর চেষ্টা চলছে।

