গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধে কৃষকের বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক গাছ কর্তন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মোগলটুলি গ্রামে জমি-জমা বিরোধের জেরে এক কৃষকের বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক গাছ কর্তনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
জানা গেছে, উপজেলার কামারদহ ইউনিয়নের মোগলটুলি গ্রামের বাসিন্দা সোলাইমান আলী কবলা খরিদকৃত ১৬.৭৫ শতাংশ জমি দীর্ঘদিন ধরে চাষাবাদ সহ ভোগদখল করে আসছিলেন। কিন্তু একই গ্রামের বাসিন্দা নাজির উদ্দিন, ময়নুল ইসলাম ও তৌহিদুল ইসলামসহ কয়েকজন ব্যক্তি ওই জমিতে তাদের অংশ রয়েছে বলে দাবী করে আসছিল। এরই একপর্যায়ে গত বুধবার রাতের-আধারে জমিতে রোপনকৃত ৪০টি কলা ও কয়েকটি আম সহ বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক গাছ কেটে ফেলে হয়।
কৃষক সোলাইমান অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ নাজির উদ্দিন সহ অন্যান্যরা আমার কবলাকৃত জমিতে অংশ পাবে বলে দাবী করে। এ নিয়ে বিভিন্ন সময়ে তারা হুমকি-ধুমকি দিয়ে আসছিলেন। এরই একপর্যায়ে বুধবার রাতে তারা জমিতে গিয়ে আমার রোপনকৃত কলা ও আম সহ বিভিন্ন প্রজাতির প্রায় ৫০টি গাছ কর্তন করে।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে তাদের সাথে কথা বলতে গেলে তারা নিজেদের জমি দাবী করেন এবং এ নিয়ে বেশি বারাবারি করলে প্রাণনাশের সহ বিভিন্ন হুমকি দেন।
অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ময়নুল ইসলাম বলেন, আমরা ওই জমির মধ্যে ৬শতাংশ জমি পাবো। উনি সেই জমিগুলো জোরপূর্বক দখলে রেখেছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগি সোলাইমান আলী।
গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এএসআই) ওয়াজকুরুনী বলেন, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

