গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে মারপিটে নিহত ১, আটক ৪
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে মারপিটে জাহাঙ্গীর মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফুলহার মসজিদপাড়া গ্রামে এ মারামারির ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর মিয়া ফুলহার মসজিদপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে। এ ঘটনায় বুধবার রাতেই নিহত জাহাঙ্গীর মিয়ার মা সুফিয়া বেগম (৬৫) ও ভাই ইলিয়াস আলীকে (৩৮) সহ পরিবারের ৪ জনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফুলহার মসজিদপাড়া গ্রামের ইউনুস আলীর স্ত্রী সুফিয়া বেগম নিজ নামীয় জমি তার ছেলে- মেয়েদের লিখে দেন। ওই জমির অংশ জাহাঙ্গীর মিয়ার নামে লিখে না দেওয়ায় পরিবারের মাঝে মনোমালিন্যের সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় বুধবার বিকেল ৪টার দিকে মা সুফিয়া বেগম ও ভাই ইলিয়াস আলী সহ পরিবারের লোকজনের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন জাহাঙ্গীর মিয়া। একপর্যায়ে তাদের মাঝে মারপিটের ঘটনা ঘটে। পরিবারের লোকজনের মারপিটে গুরুতর আহত হন জাহাঙ্গীর মিয়া। প্রতিবেশিরা আহত অবস্থায় জাহাঙ্গীর মিয়াকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রমেক হাসপাতালে রেফার্ড করেন।
ওইদিন রমেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ৮টার দিকে মৃত্যুবরণ করেন জাহাঙ্গীর মিয়া। এদিকে, জাহাঙ্গীর মিয়ার মৃত্যুর খবর পেয়ে প্রতিবেশিরা থানায় খবর দেন।
খবর পেয়ে ওই রাতেই জাহাঙ্গীর মিয়ার মা, ভাইসহ পরিবারের ৪জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। উক্ত ঘটনায় নিহত জাহাঙ্গীর মিয়ার শ্যালক সবুর সরকার বাদী হয়ে নিহতের মা সুফিয়া বেগম ও ভাই ইলিয়াস আলী সহ পরিবারের ৮জনের নাম উল্লেখ করে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান বলেন, নিহতের ঘটনায় ৪জনকে আটক করা হয়েছে। নিহত জাহাঙ্গীর মিয়ার শ্যালক সবুর সরকার বাদী হয়ে বৃহস্পতিবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

