গোবিন্দগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্বে হামলা, ভাংচুর, লুটপাটসহ লক্ষাধিক টাকার ক্ষতি, আহত-৩
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বার্ণাচন্দ্র শেখর গ্রামে পৈতৃক জমির মালিকানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১০ ডিসেম্বর) গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মো. রফিকুল শেখের পৈতৃক জমিতে তিনি দীর্ঘদিন ধরে টিনসেড দোকানঘর করে মনোহরী ব্যবসা পরিচালনা করে আসছেন। কিছুদিন ধরে এলাকার ছোলেমান শেখের ছেলে মো. শরিফুল ইসলামসহ ছয়জন ওই জমির মালিকানা দাবি করে আসছিল এবং বিভিন্নভাবে হুমকি দিচ্ছিল।
এরই প্রেক্ষিতে ঘটনার রাত ১১টায় পূর্বপরিকল্পিতভাবে ধারালো ছোরা, চাইনিজ কুড়াল, লোহার রড ও অন্যান্য অস্ত্রে সজ্জিত হয়ে আসামিরা দোকানের সামনে এসে প্রথমে দোকানের বেড়া ভেঙে তছনছ শুরু করে। প্রাণের ভয়ে দোকান থেকে বের হয়ে চিৎকার করলে তার চাচা মো. রশিদুল, জ্যাঠাতো ভাই শিলন ও ফুফাতো ভাই জালো এগিয়ে এলে আসামিরা তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।
হামলায় শিলনের মাথায় ও পিঠে গভীর কাটা জখম ও জালোর মাথায় রক্তাক্ত আঘাত এবং রশিদুলের হাতে হাড় ভাঙা জখম হয়। এরই মাঝে দোকানের ভেতরে থাকা ১ লক্ষ টাকার মালামাল লুট হয়ে যায় এবং ক্যাশবাক্স থেকে ২০ হাজার ৬০০ টাকা নিয়ে যায় হামলাকারীরা। এছাড়া তাদের দ্বারা আরও প্রায় ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।

চিৎকার শুনে স্থানীয় মকবুল হোসেন, দুলা মিয়া, মাজু মিয়াসহ আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আহতদের দ্রুত উদ্ধার করে বর্তমানে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে ২জনের অবস্থা আশংকাজনক হওয়ায় বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনায় শফিকুল ইসলাম ও শরিফুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা কলে ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।