গোবিন্দগঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
নিভূল জন্ম, মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব – এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজাহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম কমেট প্রমুখ।

