গোবিন্দগঞ্জে ছয় বস্তা সরকারি বই উদ্ধার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছয় বস্তা সরকারি পাঠ্যবই উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে বইগুলো উদ্ধার করে উপজেলা শিক্ষা কর্মকর্তা।
জানা গেছে, গোবিন্দগঞ্জ থেকে অন্যত্র পাচারের সময় প্রাথমিক বিদ্যালয়ের ছয় বস্তা নতুন পাঠ্যবই বস্তায় প্যাকেট করা অবস্থায় দেখতে পেয়ে জানান স্থানীয়রা।
স্থানীয় কয়েকজন কুরিয়ার সার্ভিসে বুকিং দিতে আসা এক ব্যক্তিকে জিজ্ঞাবাদ করে। এসময় লোকটি বইগুলো গোবিন্দগঞ্জ শিক্ষা অফিসের এক কর্মকর্তার মাধ্যমে পেয়েছেন বলে জানায়। এরপর তিনি সেখান থেকে কৌশলে সটকে পড়ে।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার রমজান আলী বলেন, উদ্ধারকৃত বইগুলো কিভাবে সেখানে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। কোন অনিয়ম পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

