গোবিন্দগঞ্জে ছাত্রনেতা শহীদ রুবেল দিবস পালিত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে তৎকালিন ছাত্রনেতা রুবেলের স্মৃতিচারণে ৩৪তম শহীদ রুবেল দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) শহীদ দিবস উপলক্ষে সকালে রুবেলের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা ছাত্র ইউনিয়নের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে ছাত্র ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় রুবেলের স্মৃতিচারণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
ছাত্র ইউনিয়ন জেলা কমিটির সহ-সভাপতি তাহমিদুর চৌধুরীর সভাপতিত্বে ও গোবিন্দগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ পাপ্পুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সদস্য ও সাবেক জেলা সভাপতি পংকোজ সরকার, উপজেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ডা. আনিছুর রহমান, সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন, জেএসডির সাবেক উপজেলা সভাপতি আইয়ুব হোসেন, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক বৃটিশ সরেণ, জেলা সংসদের সদস্য সুচিত্র মুরমু তৃষ্ণা ও গোবিন্দগঞ্জ উপজেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক ওয়াহেদুন্নবী মিলন ও সুজিত কুমার প্রমুখ।
প্রসঙ্গত, গোবিন্দগঞ্জ থানা শাখা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন রুবেল। ১৯৮৬ সালের ১১ নভেম্বর বাংলাদেশ ছাত্র ইউনিয়নের গোবিন্দগঞ্জ থানা সম্মেলন অনুষ্ঠিত হয়। ছাত্র ইউনিয়নের আদর্শকে ভয় পেয়ে ভীত সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে সম্মেলন মঞ্চে হামলা চালায়। প্রতিবাদে রুখে দাঁড়ায় ছাত্ররা, অগ্রভাগে ছিলেন রুবেল, সাইদুল, মতিনসহ আরো অনেকে। রুবেল ছোটবেলা থেকেই শিক্ষা ব্যবস্থার বৈষম্য মেনে নিতে পারেননি। ধনী-গরিবের বৈষম্য দূর করে সকলের শিক্ষা নিশ্চিত করতে ঐক্য, শিক্ষা, শান্তি, প্রগতির নীল পতাকাকে আদর্শ হিসেবে নিয়ে ছিলেন রুবেল।
হামলায় গুরুতর আহত বেশ কয়েক জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় পরের দিন ১২ নভেম্বর মাত্র ২১ বছর বয়সে মৃত্যুবরণ করেন রুবেল। সেই থেকে এই দিনটিকে ভাবগাম্ভিয্যের সাথে শহীদ রুবেল দিবস হিসেবে পালন করে আসছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
শহীদ ময়নুল আকতার রুবেল বগুড়া জেলার শিবগঞ্জ থানার দেউলি গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা গোলাম মোস্তফা ছিলেন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক।

