গোবিন্দগঞ্জে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম দাখিল করলেন সাংবাদিক এনামুল

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৪৩ AM, ২৬ নভেম্বর ২০২১

Spread the love

গাইবান্ধা প্রতিনিধি;

বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত ৪র্থ ধাপে ২৬ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সাপমারা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিল করলেন সাংবাদিক এনামুল হক।

২৫ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার স্বপন ‍কুমারের নিকট এ মনোনয়ন ফরম জমা দেন তিনি। এ সময় ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অত্র ইউনিয়নের কর্মী-সমার্থকগণ উপস্থিত ছিলেন।

সাংবাদিক এনামুল হক দীর্ঘদিন ঢাকা হতে প্রকাশিত প্রথম সারির পত্রিকা “দৈনিক সমকাল” এর গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। অত্র ইউনিয়নের এ কৃতি সন্তান নির্বাচন উপলক্ষে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। এলাকার গরীব-দুঃখী, মেহনতী মানুষের অত্যান্ত আস্থাভাজন এ যুবক সাধারণ মানুষের সাথে এক নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন। স্বার্থহীনভাবে মানবিক সেবা ও জনসেবা চালিয়ে যাচ্ছেন তিনি।

মনোনয়ন ফরম দাখিল শেষে সাংবাদিক এনামুল হক সচেতন মহলের উদ্দেশ্যে বলেন, সাপমারা ইউনিয়নকে মাদক ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে আমার নির্বাচনে আসা। সুবিধাভোগীদের সঠিক তালিকা প্রণয়নের মাধ্যমে সকল প্রকার সুবিধাদি প্রদানসহ একটি জবাবদিহিতামূলক ইউনিয়ন রুপান্তিত করার ইচ্ছে আমার। তিনি ইউনিয়নবাসী সহ সকলের নিকট দোয়া, সমর্থন ও সহযোগীতা কামনা করেন।

উল্লেখ্য: ঘোষিত ৪র্থ ধাপে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আপনার মতামত লিখুন :