গোবিন্দগঞ্জে চুরি যাওয়া গরু উদ্ধার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীমুখ কেশবপুর গ্রামের মিলন গাউছা নামে এক ব্যক্তির বাড়ী থেকে একটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, উপজেলার কোচাশহর ইউনিয়নের ভাগকাজি গ্রামের মৃত ইনছার আলীর ছেলে সুমন মিয়ার গোয়ালঘর থেকে গত রাতে প্রায় ৫০ হাজার টাকা মুল্যের একটি গাভী চুরি করে নিয়ে যায় দুর্বত্তরা। সকালে উঠে গোয়াল ঘরে গরু না পেয়ে খোঁজাখুজি করতে থাকে সুমন মিয়া।
একপর্যায়ে গরুর পায়ের চিহ্ন দেখে পার্শ্ববর্তী শ্রীমুখ কেশবপুর গ্রামের মকবুলের ছেলে গাউছা মিলনের বাড়ী শনাক্ত করে সুমন।
অভিযোগের ভিত্তিতে থানার এ,এস আই আসাদুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্সসহ চুরি যাওয়া গরু উদ্ধার করে গরুর মালিককে জিম্মায় দেন।

