গোবিন্দগঞ্জে চালককে ছুরিকাঘাত করে ছিনতাই হওয়া অটোভ্যান উদ্ধার

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৪৫ PM, ১৭ অক্টোবর ২০২০

Spread the love

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোহাগ মিয়া (২০) নামের এক যুবকে ছুরিকাঘাত করে ছিনতাই হওয়া অটোভ্যান উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার গোবিন্দগঞ্জ- দিনাজপুর আঞ্চলিক সড়কের সাহেবগঞ্জ ইক্ষুখামার এলাকায় এ ঘটনা ঘটে। সোহাগ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর চুনিয়াপাড়া (হঠাৎপাড়া) এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে উপজেলার গোবিন্দগঞ্জ- দিনাজপুর আঞ্চলিক সড়কের সাহেবগঞ্জ ইক্ষুখামার এলাকায় সোহাগকে ছুরিকাঘাত করে অটোভ্যান ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। এসময় সোহাগের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে কিছু দুরে অটোভ্যানটি ফেলে রেখে পালিয়ে যায় ছিনতাইকারীরা। গুরুতর আহত অবস্থায় সোহাগকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে রেফার্ড করেন।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, সোহাগ গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের জোর তৎপরতা অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন :