গোবিন্দগঞ্জে চার জুয়াড়ী আটক
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক ও জুয়া বিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে চার জুয়াড়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জীর নেতৃত্বে এএসআই আনোয়ার সঙ্গীয়ফোর্স সহ শাখাহার ইউপির আয়েজাবাদ রায়ভাঙ্গী গ্রামে অভিযান চালায়। এসময় জনৈক মমিন মিয়া ডিপ ঘরে অভিযান চালিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলারত অবস্থায় আলীগ্রামের মতিন মিয়া (৪৫) ও জয়পুরহাট কালাই থানার বেচকন্দ গ্রামের বুলু মিয়া (৩৩), একরাম মিয়া (৪০) এবং হাফিজার রহমানকে (৫১) আটক করা হয়। এ সময় আরও একাধিক জুয়াড়ী পালিয়ে যায়।
পুলিশ জানায়, আসামিরা পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী জয়পুরহাট জেলা হতে এসে দুইজেলার সীমান্তবর্তীস্থানে দীর্ঘদিন হতে বিভিন্ন স্পটে জুয়া খেলে আসছিল। আসামিদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় জুয়া আইনে একটি মামলা করা হয়েছে।

