গোবিন্দগঞ্জে গ্যাসের দাবিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মানববন্ধন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:২৬ PM, ২৫ এপ্রিল ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্যাসের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

গ্যাস সংযোগ বাস্তবায়ন কমিটির উদ্যোগে সোমবার বেলা ১২টার থেকে ঘন্টাব্যাপি ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ হাইস্কুল মসজিদের সামনে এ মানববন্ধন হয়।

গ্যাস সংযোগ বাস্তবায়ন কমিটির আহবায়ক ও উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এমএ মতিন মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, গ্যাস সংযোগ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও বাসদ উপজেলা শাখার আহবায়ক রফিকুল ইসলাম রফিক, উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যক্ষ কাজী মশিউর রহমান, জাসদ উপজেলা শাখার সভাপতি সেকেন্দার আলী, বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায়, গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক আবু তাহের ও উপজেলা কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক আল মামুন মোবারক প্রমুখ।

মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

বক্তারা বলেন, এ উপজেলার বুক চিরে বৃহত্তর রংপুর ও সৈয়দপুরে গ্যাস যাচ্ছে অথচ এখানে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছেনা। গোবিন্দগঞ্জে গ্যাস দেওয়া হলে কলকারখানা স্থাপন ও ব্যবসা-বাণিজ্যসহ এলাকার ব্যাপক উন্নয়ন হবে। দেশের উন্নয়নের অংশীদার হিসেবে গোবিন্দগঞ্জ উপজেলায় গ্যাসের দাবি করেন বক্তারা।

আপনার মতামত লিখুন :