গোবিন্দগঞ্জে গণমাধ্যম কর্মিদের সঙ্গে বিএনপির প্রার্থী শামীম কায়সার লিংকনের মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার;
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩২ গাইবান্ধা- ৪ (গোবিন্দগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষে মার্কার প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শামীম কায়সার লিংকন স্থানীয় গণমাধ্যম কর্মিদের সঙ্গে মতবিনিময় করেন।
গতকাল সোমবার (২৪ নভেম্বর) দুপুরে বিএনপির দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ মার্কা প্রার্থী শামীম কায়সার লিংকন। এসময় বক্তব্য রাখেন, উপজেলার বিএনপির সদস্য সচিব রেজানুল হাবিব রফিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন ও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু প্রমুখ।
অন্যান্যেরর মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সেন্টু, মোকাদ্দেব হোসেন সজল, তরিকুল ইসলাম চঞ্চল, পৌর যুবদলের আহ্বায়ক মইনুদ্দিন লিপন সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ শাহ আলম, পৌর সদস্য সচিব কাজল চাকী, মৎস্যজীবী দলে সাধারণ সম্পাদক আশেকুজ্জামান মুন্না, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক
সৈয়দ আল আমিন রনি, সদস্য সচিব মনির হোসেন সরকার, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নুর আলম প্রধানসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় মোহাম্মদ শামীম কায়সার লিংকন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তার নির্বাচনী ইশতেহার ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি গোবিন্দগঞ্জের উন্নয়নে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ওপর জোর দেন।
তিনি বলেন, যদি তিনি নির্বাচিত হতে পারেন, তাহলে গোবিন্দগঞ্জ উপজেলার মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং সাহেবগঞ্জ বাগদাফার্মে রংপুর ইপিজেড স্থাপন ও বন্ধ রংপুর চিনিকল পুনরায় চালুর আশ্বাসসহ এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন বলে ঘোষণা দেন।
সাংবাদিকরা প্রার্থীর কাছে এলাকার বিভিন্ন সমস্যা, যেমন – বেকারত্ব, কৃষি খাতের উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার মানোন্নয়ন সম্পর্কে জানতে চান। মোহাম্মদ শামীম কায়সার লিংকন প্রতিটি প্রশ্নের বিস্তারিত জবাব দেন এবং এই সমস্যাগুলো সমাধানে তার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। তিনি বলেন, সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা তার নির্বাচনী প্রচারে সহায়ক হবে এবং এলাকার মানুষের কাছে তার বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা ও পৌর বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মোহাম্মদ শামীম কায়সার লিংকন সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং আগামী দিনে তাদের সহযোগিতা কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, গোবিন্দগঞ্জের জনগণ ধানের শীষ প্রতীকে সর্বোচ্চ ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন এবং এলাকার উন্নয়নে অংশীদার হবে।
গোবিন্দগঞ্জে সাংবাদিকদের সাথে ধানের শীষের নমিনি শামীম কায়সার লিংকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩২ গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষে মার্কার প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
সোমবার (২৪) দুপুরে স্থানীয় গণমাধ্যম কর্মিদের সঙ্গে এ মতবিনিময় করেন। বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বি এন পির আহ্বায়ক ফারুক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ মার্কা প্রার্থী শামীম কায়সার লিংকন, উপজেলার বিএনপির সদস্য সচিব রেজানুল হাবিব রফিক, পৌর বি এন পির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন ও উপজেলা বিএনপির চলতি দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু প্রমুখ।
অন্যান্যেরর মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সেন্টু,মোকাদ্দেব হোসেন সজল, তরিকুল ইসলাম চঞ্চল,পৌর যুবদলের আহ্বায়ক মইনুদ্দিন লিপন সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ শাহ আলম, পৌর সদস্য সচিব কাজল চাকী, মৎস্যজীবী দলে সাধারণ সম্পাদক আশেকুজ্জামান মুন্না, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক
সৈয়দ আল আমিন রনি,সদস্য সচিব মনির হোসেন সরকার, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নুর আলম প্রধান সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় মোহাম্মদ শামীম কায়সার লিংকন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তার নির্বাচনী ইশতেহার ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি গোবিন্দগঞ্জের উন্নয়নে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের উপর জোর দেন। তিনি বলেন, যদি নির্বাচিত হতে পারেন, তাহলে গোবিন্দগঞ্জের মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং গোবিন্দগঞ্জের বাগদা ফার্মেমরংপুর ইপিজেড স্থাপন,বন্ধ রংপুর চিনিকল পুনরায় চালুর আশ্বাস সহ এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন বলে ঘোষণা দেন।
সাংবাদিকরা প্রার্থীর কাছে এলাকার বিভিন্ন সমস্যা, যেমন – বেকারত্ব, কৃষি খাতের উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার মানোন্নয়ন সম্পর্কে জানতে চান। মোহাম্মদ শামীম কায়সার লিংকন প্রতিটি প্রশ্নের বিস্তারিত জবাব দেন এবং এই সমস্যাগুলো সমাধানে তার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। তিনি বলেন, সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা তার নির্বাচনী প্রচারে সহায়ক হবে এবং এলাকার মানুষের কাছে তার বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা ও পৌর বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মোহাম্মদ শামীম কায়সার লিংকন সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং আগামী দিনে ও তাদের সহযোগিতা কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, গোবিন্দগঞ্জের জনগণ ধানের শীষ প্রতীকে সর্বোচ্চ ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে এবং এলাকার উন্নয়নে অংশীদার হবে।

