গোবিন্দগঞ্জে গণধর্ষণ মামলার দুই আসামী গ্রেপ্তার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গণধর্ষণ মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার পলাষট্টি (কাটা পুকুর) গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ইব্রাহিম ম-ল (২১) ও বানিহারা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে আব্দুল আউয়াল ওরফে ভুট্টুকে (৪০)।
উল্লেখ্য, গত ৮ জুন রাতে কয়েকজন ব্যক্তি এক হিন্দু নারীকে (১৯) গণধর্ষণ করে। এ ঘটনায় ১১ জুন ৮/৯ জনের নামে গোবিন্দগঞ্জ থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ওই মামলার এজাহার নামীয় দুই আসামীকে গ্রেপ্তার করে।
বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী বলেন, গণধর্ষণ মামলায় দুই আসামীকে গ্রেপ্তারের পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

