গোবিন্দগঞ্জে কয়েলের আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কয়েলের আগুনে কৃষকের দুটি গরু পুড়ে মারা গেছে। বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের বারটিকরি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুটি গরু মারাত্বক দগ্ধ হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার শিবপুর ইউনিয়নের বারটিকরি গ্রামের আবুল হোসেনের ছেলে এনামুল মশা তাড়াতে গোয়াল ঘরে কয়েল ধরিয়ে দেয়। কোনভাবে কয়েল থেকে ঘরের টিনের বেড়ার চালায় আগুন লেগে যায়। এসময় পরিবারের লোকজন অগ্নি-নির্বাপনের চেষ্টা করে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুইঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গোয়াল ঘরে থাকা দুইটি গরু আগুনে পুড়ে মারা যায়। এছাড়া দুই গরু আগুনে পুড়ে মারাত্বক দগ্ধ হয়েছে। স্থানীয়রা জানান, আগুনে পুড়ে ওই কৃষকের প্রায় ৪ থেকে ৫ লক্ষাধিক টাকা ক্ষতি সাধিত হয়েছে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইদুর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় দুইঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে জানান তিনি।

