গোবিন্দগঞ্জে ক্লাস্টারের শিক্ষকদের বিদায় সংবর্ধনা, অভিষেক ও আলোচনা সভা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ক্লাস্টারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবসরজনিত বিদায় ও নতুনদের যোগদান উপলক্ষে এক বিদায় সংবর্ধনা, অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার জীবনগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। শিংজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়েজ উদ্দিনের সভাপতিত্বে অনুিষ্ঠত সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান।
সভায় আরো বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার রমজান আলী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন সহ শিক্ষক, শিক্ষিকা বৃন্দ।

