গোবিন্দগঞ্জে কোটি টাকার গাছ অর্ধেক দামে বিক্রি

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:০২ AM, ০৫ জুলাই ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নে কোটি টাকা মূল্যের গাছ অর্ধেক টাকায় বিক্রির অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এতে করে বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। বঞ্চিত করা হচ্ছে তাদেরকেও, যাদের জমির পাশে রোপণ করা হয়েছিল গাছ। শুধু তাই নয়, গাছ গণনাতেও রয়েছে নয়-ছয়ের অভিযোগ।

জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের শাইলট্টি, আলীগ্রাম, ছাতিয়ানচুঁড়া ও তিরইল মৌজায় ইউনিয়ন পরিষদের রাস্তার দুপাশে প্রায় এক যুগ আগে ইউক্লিপটার্সসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। এরমধ্যে- পুঁয়াগাড়ী মৌজার শাইলট্টিমোড় থেকে আলীগ্রাম মৌজার হিন্দুপাড়া রাস্তারমোড় পর্যন্ত এক হাজার ৩১০টি, ছাতিয়ানচুঁড়া মৌজার ডালিমগাড়ী গ্রাম থেকে ছাতিয়ানচুঁড়া ঈদগাঁহ মাঠ পর্যন্ত ৯৩০টি ও তিরইল মৌজার কামদিয়া পাঁচবিবি পাঁকা রাস্তা থেকে তিরইল কওমী মাদ্রাসা পর্যন্ত ৪২৫টি গাছসহ মোট দুই হাজার ৬৬৫টি গাছ রয়েছে। পরিপক্ক হওয়ায় চলতি বছরের ১৭ মে গাছ বিক্রির জন্য ইউনিয়ন পরিষদের মাধ্যমে টেন্ডার আহবান করা হয়। ৩১ মে সিডিউল বক্স খোলা এবং ওইদিন সকল প্রক্রিয়া করার কথা থাকলেও তা করা হয়নি।

অভিযোগ রয়েছে, ইউপি চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু তার পছন্দ মত লোক দিয়ে ম্যানেজ প্রক্রিয়ায় লোক দেখানো টেন্ডারের মাধ্যমে গাছগুলো ক্রয় করান।

ক্রেতারা হলেন- ইমরান, শফিকুল ইসলাম ও মাহফুজার রহমান। ফলে প্রকৃত দরদাতাদের বঞ্চিত করা হয়েছে। এতে বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দেয়ার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে।

আজিজুল ইসলাম ও আব্দুল হাকিম নামের স্থানীয় কয়েকজন জমির মালিক বলেন, নিয়ম অনুযায়ী গাছ বিক্রির টাকা রাস্তার পাশের জমির মালিক, সুবিধাভোগী ও ইউনিয়ন পরিষদ পাওয়ার কথা। এক্ষেত্রে আমরা দেখছি উল্টো। এখানে নাকি সুবিধাভোগীরা পাবেন ৭০ ভাগ আর ইউনিয়ন পরিষদ পাবে ৩০ ভাগ। ফলে বঞ্চিত করা হচ্ছে জমির মালিকদের।

জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু বলেন, নিয়ম মেনেই সকল প্রক্রিয়া করা হয়েছে। তাছাড়া এই গাছের টেন্ডার সম্পন্ন করতে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। এসব নিয়ে আপনাদের এত মাথা ঘামানোর দরকার নেই। আপনাদের বিষয়টি দেখা হবে।

এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ বলেন, সার্বিক বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :