গোবিন্দগঞ্জে কৃষকের ফসলের সঙ্গে শত্রুতা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাতের-আধারে কৃষকের জমিতে তরমুজ ছিঁড়ে ফেলা সহ গাছে কীটনাশক ছিটিয়েছে দুর্বৃত্তরা।
জানা গেছে, উপজেলার সাপমারা ইউনিয়নের মদনপুর গ্রামের বাসিন্দা বাদল মিয়া বাড়ীর পাশবর্তী এপেক্স কারখানার পশ্চিম পাশে প্রায় সাড়ের চার বিঘা জমি লীজ নিয়ে তরমুজ চাষ করেন। শ্রী মানিক, রুহুল আমিন ও মীর আলী সহ কয়েকজন কৃষকের কাছ থেকে জমি লীজ নেন তিনি। চাষাবাদ কালে শনিবার রাতে তার ওই জমিতে চাষ করা তরমুজ ছিঁড়ে ফেলে দুর্বৃত্তরা। শুধু তাই নয় দুর্বৃত্তরা তরমুজের গাছ নষ্ট করার জন্য কীটনাশক ছিটিয়ে দেয়। এতে করে কৃষক বাদল মিয়ার প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়।
কৃষক বাদল মিয়া বলেন, তরমুজের পাহারাদার না থাকায় রাতে আমি তরমুজের জমি দেখতে যাই। জমিতে গিয়ে টর্চ লাইট দিয়ে দেখি, আমাদের গ্রামের সাখাওয়াত হোসেন ও তার ভাই সাদ্দাম ও সাজু সহ কয়েকজন লোকজন চাকু দিয়ে তরমুজ চোটাচ্ছে। আবার কেউ কীটনাশক ছিটাচ্ছে। আমি তখন তাদের দেখে ডাক-চিৎকার করি। আমার ডাক চিৎকার শুনে তারা সবাই দৌঁড়ে পালিয়ে যায়। তাদের সঙ্গে আমার জমি নিয়ে বিরোধ চলছিল। পূর্বশত্রুতার জরে তারা আমার এ ক্ষতি সাধন করে। এতে আমার প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমি এর বিচার চাই।
এ ব্যাপারে মুঠোফোনে অভিযুক্ত সাখাওয়াত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের সঙ্গে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছে। সেই জেরে এ ঘটনায় আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।
জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার এএসআই আব্দুস ছামাদ বলেন, উক্ত বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

