গোবিন্দগঞ্জে কৃষকলীগ নেতার বাড়ী থেকে টাইম বোমা উদ্ধার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি বাড়ী থেকে টাইম বোমা উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের ভাগগোপাল শেরপুর গ্রামের মেহেদী হাসানের বাড়ী থেকে টাইম বোমাটি উদ্ধার করা হয়। মেহেদী হাসান কৃষকলীগ ওয়ার্ড কমিটির সভাপতির দায়িত্বে আছেন বলে জানা গেছে।
ওইদিন সন্ধ্যায় উদ্ধারকৃত টাইম বোমাটি সাহেবগঞ্জ বাগদাফার্ম ইক্ষুখামার এলাকায় গিয়ে বোমা নিস্কিয় দলের টিম টাইম বোমাটি নিস্কিয় করে।
কৃষকলীগের ওয়ার্ড কমিটির সভাপতি মেহেদী হাসান বলেন, আমার ছোট ভাই উত্তম বাড়ী সংলগ্ন দোকানের ভিতরে প্রথমে বোমা সাদৃশ্য বস্তুটি দেখে আমাকে ডাক দেয়। পরে টাইম বোমা সাদৃশ্য বস্তুটি দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত বস্তুটি টাইম বোমার মতই দেখতে। তবে বস্তুটি সচল নয়। দেখতে একটি ঘড়ির মত, কালো টেপ দিয়ে পেচানো ছিল। এর সঙ্গে ব্যাটারী ও তার সংযোগও রয়েছে। ঢাকা থেকে বোমা নিস্কিয় দলের টিম এসে বস্তুটি নিস্কিয় করে। নিস্কিয় দলের সদস্যরা এটির নমুনা নিয়ে গিয়ে ল্যাবে পরিক্ষার করবেন। এরপর নিশ্চিত হওয়া যাবে এটি টাইম বোমা নাকি অন্য কিছু।
এরআগে গত ২৫ মার্চ একই ইউনিয়নের মেকুরাই নয়াপাড়া গ্রামে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওইসময় ঘটনাস্থলে তিনজন নিহত হন। সেসময় পুলিশ জানিয়েছিল সেটি একটি মর্টাসেল ছিল। মুল্যবান বস্তু ভেবে মর্টারসেলটি কাটতে গিয়ে বিস্ফোরণে তিনজন নিহত হন।

