গোবিন্দগঞ্জে কালোবাজারে ওএমএস এর চাল বিক্রিকালে আটক ১

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৪৮ PM, ১৫ এপ্রিল ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কালোবাজারে ওএমএস এর চাল বিক্রিকালে শফিকুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ৮টা দিকে উপজেলার শাখাহার ইউপির রাজস গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক শফিকুল জয়পুরহাটের কালাই উপজেলার দুদার গ্রামের বাসিন্দা কছিম উদ্দিনের ছেলে।

জানা গেছে, উপজেলার শাখাহার ইউনিয়নে ডিলারের মাধ্যমে দরিদ্রদের জন্য ওএমএস এর ১০ টাকা দরে চাল বিত্রিু করা হয়। আটক শফিকুল রাজস গ্রামের ওয়াহাব সরকারের ছেলে সাইফুল ইসলামের বাড়ী থেকে ৯ বস্তা চাল ক্রয় করে ভ্যানযোগে বাড়ীতে নিয়ে যাচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যবসায়ীকে ৯ বস্তা চালসহ আটক করে পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বলেন, ওএমএস এর চাল নিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তিকে আটক করা হয়। তার নামে সরকারি চাল আত্মসাতের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :