গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যান চাপায় মা-ছেলেসহ নিহত ৩

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৪৪ PM, ১২ নভেম্বর ২০২৪

Spread the love

গাইবান্ধা প্রতিনিধি;

গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যান চাপায় মা-ছেলে ও ভ্যান চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে। গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কে উপজেলার সাহেবগঞ্জ ইক্ষুখামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দরবস্ত ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আব্বাস উদ্দিনের স্ত্রী ঝর্ণা বেগম তার ছেলে জিহাদ মিয়া এবং একই এলাকার ভ্যান চালক আব্দুল খালেক। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গৃহবধূ ঝর্ণা বেগম ও তার ছেলেসহ চারজন উপজেলার বাগদাবাজার থেকে অটোভ্যানযোগে গোবিন্দগঞ্জ বন্দরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উক্তস্থানে পৌঁছালে অটোভ্যানের এক্সেল ভেঙে রাস্তায় ছিটকে পড়ে তারা। এসময় হঠাৎ করে আসা একটি কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই ঝর্ণা বেগম নিহত হন। এ ঘটনায় আহত হন নিহতের ছেলেসহ তিনজন।

গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয়রা গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে জিহাদ ও ভ্যান চালক আব্দুল খালেক মারা যান।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে মঙ্গলবার দুপুরে আহত তিনজনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।

আপনার মতামত লিখুন :