গোবিন্দগঞ্জে কাটা প্রিমিয়ার লীগ ক্রিকেট টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৫৩ PM, ২৪ জানুয়ারী ২০২৫

Spread the love

স্টাফ রিপোর্টার;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাটা প্রিমিয়ার লীগ ক্রিকেট টুনামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় মাঠে প্রিমিয়ার লীগ ক্রিকেট টুনামেন্ট এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও পুরষ্কার বিতরন করেন, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এনামুল হক।

এসময় বিশিষ্ট সমাজসেবক রজ্জব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হামিদ, বিশিষ্ট সমাজসেবক আবু হেনা মোস্তফা কামাল বাবু, বিশিষ্ট ব্যবসায়ী মিথুন চন্দ্র সরকার, শিক্ষক শহিদুল ইসলাম, শিক্ষক ইয়াছিন আলী সরকার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্রিকেট টুনামেন্ট এর ফাইনাল খেলায় রামপুর একাদশ কোচাশহর একাদশকে পরাজিত করে বিজয়ী হয়।

ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ একটি বড় ছাগল এবং রানার আপ দলকে ট্রফিসহ একটি ছোট ছাগল পুরস্কার তুলে দেন।

টুর্নামেন্টের প্রধান অতিথি সাংবাদিক এনামুল হক বলেন, মাদক থেকে দুরে রাখতে যুব সমাজকে খেলাধূলায় মনোযোগী করতে হবে। যুব সমাজকে মাদক, মোবাইল গেম থেকে দূরে রাখতেই আমাদের এ আয়োজন। এ আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা চালিয়ে যাবো।

আপনার মতামত লিখুন :