গোবিন্দগঞ্জে কলাবাগান থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কলাবাগান থেকে লিটন শেখ (২৩) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে পৌরশহরের বুজরুক বোয়ালিয়া হীরকপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। লিটন উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ভাগদরিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, পৌরশহরের হীরকমোড়ে জেপি ফিলিং ষ্টেশনের পাশে আশরাফ আলী ও তার ছেলে লিটন চায়ের দোকান করত। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে আশরাফ আলী তার ছেলে লিটনকে দোকান থেকে বাড়ীতে পাঠিয়ে দেন। রাতে লিটন বাড়ীতে না ফেরায় পরিবারের লোকজন তাকে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে। শুক্রবার সকালে স্থানীয় লোকজন পৌরশহরের বুজরুক বোয়ালিয়া হীরকপাড়া এলাকায় কলাবাগানের ভিতর লাশ পরে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুবৃর্ত্তরা রাতের কোন এক সময় ওই যুবককে গলাকেটে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। হত্যার রহস্য উদ্ঘাটন সহ জড়িতদের গ্রেপ্তারে পুলিশের জোর তৎপরতা অব্যাহত আছে বলেও জানান তিনি।

