গোবিন্দগঞ্জে কর্মহীন ২৭৬টি পরিবার পেল খাদ্য সহায়তা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কর্মহীন ২৭৬টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার (৮আগস্ট) গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু ও উপজেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক অধ্যক্ষ আব্দুর নুরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

