গোবিন্দগঞ্জে করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৩০ PM, ০৭ ফেব্রুয়ারী ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোবাইল ফোনে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। এসময় উপজেলায় টিকাদান কর্মসুচির প্রথম টিকা গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। তার টিকা গ্রহণের মধ্যদিয়ে উপজেলায় টিকাদান কার্যক্রমের সুচনা করা হয়।

এর পরে ভ্যাক্সিন গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাম কৃষ্ণ বর্মন। এসময় উপস্থতি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম, থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন সহ আরও অনকেে।

এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, স্বাস্থ্য সহকারী, নার্সসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :