গোবিন্দগঞ্জে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মনোয়ারা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সে উপজেলার দরবস্ত ইউনিয়নের তালুক রহিমাপুর গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী।
জানা গেছে, উপজেলার তালুক রহিমাপুর গ্রামের জাহিদুল ইসলামের সংসারে অভাব অনটন দেখা দেয়। অভাব অনটনের সংসারে স্বচ্ছলতা ফেরাতে স্ত্রী মনোয়ারা বেগম কয়েক বছর আগে গাজীপুরে পাড়ি জমায়। দীর্ঘদিন সেখানে বসবাসরত অবস্থায় কয়েকদিন ধরে করোনা উপসর্গ সহ নানাবিধ অসুস্থ্যতা অনুভব করেন তিনি।
প্রাথমিক চিকিৎসায় সেড়ে না ওঠায় শনিবার মনোয়ারা বেগমকে ঢাকা মেডিকেলে নিয়ে যায় তার পরিবার। সেখানে ভর্তির সুযোগ না পেয়ে রোববার বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন মনোয়ারা বেগমকে। শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই মারা যান তিনি। রোববার রাতেই নিহত মনোয়ারা বেগমকে তার পরিবারের লোকজন গ্রামের বাড়ি উপজেলার দরবস্ত ইউনিয়নের তালুক রহিমাপুর গ্রামে নিয়ে আসে।
মনোয়ারা বেগমের শরীরে করোনা উপসর্গ থাকায় গ্রামের লোকজন তার জানাযায় এগিয়ে আসেনি বলে তার পরিবারিক সূত্রে জানা যায়। পরে পরিবারের কয়েকজন সদস্য তাকে জানাযা শেষে কবরস্থ করা হয় তাকে।
এদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে উপজেলা পরিষদ চেয়ারম্যান সহ তার পরিবারের ৫জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে ২১ জন ব্যক্তি হোম আই সোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে লোক পাঠিয়ে তার বিষয়ে খোঁজ-খবর নেওয়া হবে।
গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান বলেন, আমি বিষয়টি জানিনা। তবে ওই পরিবারের লোকজন কি অবস্থায় আছে তা জানার চেষ্টা করব। এরকম ঘটনা ঘটে থাকলে নিহতের পরিবারের লোকজনকে হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হবে।

