গোবিন্দগঞ্জে করোনায় এক নারীর মৃত্যু

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:১৭ PM, ১৭ এপ্রিল ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি; 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করোনায় মাহমুদা বেগম (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় তার বাড়ি পৌরশহরের কালিকাডোবা গ্রামে তিনি মৃত্যুবরণ করেন। নিহত মাহমুদা ওই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহমুদা বেগম দীর্ঘদিন ধরে শারীরিক নানা রোগে ভূগছিলেন। এরই প্রেক্ষিতে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে বেশকিছুদিন হলো চিকিৎসা দেওয়া হচ্ছিল তাকে। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় করোনা পরিক্ষায় জন্য কয়েকদিন আগে তার নমুনা নেওয়া হয়। ওই নমুনা রিপোর্টে মাহমুদা বেগম করোনা পজেটিভ শনাক্ত হলে তাকে বাড়িতে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। একপর্যায়ে অসুস্থ্য হয়ে শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন মাহমুদা।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বলেন, শুনেছি মাহমুদার ক্যান্সার হয়েছিল। তার পরও করোনার বিষয়ে খোঁজ-খবর নেওয়ার জন্য হাসপাতাল থেকে একটি টিম সেখানে পাঠানো হয়েছে।

এব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম বলেন, নিহত নারী ক্যান্সারে আক্রান্ত হয়েছিল। এরপর নমুনা পরীক্ষায় তিনি করোনা পজিটিভ হন। এরপরও সেখানে হাসপাতাল থেকে একটি টিম পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :