গোবিন্দগঞ্জে করোনায় আক্রান্তদের সহায়তা দেওয়ার অঙ্গীকারে ‘শ্বাস ব্রিগেড’ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে অক্সিজেন সহায়তা দেওয়ার প্রত্যয় নিয়ে ‘শ্বাস ব্রিগেড’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
বৃহস্পতিবা (২৯ জুলাই) সকাল ১০টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশের ঘোষণা দেয়া হয়।
তাহমিদুর রহমান চৌধুরী তাহমিদকে সমন্বয়ক এবং হুমায়ুন আহমেদ বিপ্লবকে সহ সমন্বয়ক করে ৯ সদস্য বিশিষ্ট শ্বাস ব্রিগেডের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- খাদিজা খাতুন, মেহরাব জাহিদ, রাশিদ তাকি রাশু, ফরিদ আহমেদ পাপ্পু, আজমাইন মাহতাব মিলন, শ্রাবণ চন্দ্র মোহন্ত ও অয়ন সুলতান । নবনির্বাচিত সমন্বয়ক ও সহ-সমন্বয়ক যথাক্রমে তাহমিদ ও বিপ্লব জানান, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের করোনা আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়ে তাদেরকে জরুরি ভিত্তিতে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডারসহ সম্ভাব্য সহায়তা দেয়াই আমাদের মূল লক্ষ্য।
তারা আরও বলেন, আমাদের সংগঠনের স্বেচ্ছাসেবীরা সর্বক্ষণ প্রস্তুত রয়েছে এবং ০১৯৩৪-৫৭০১১৫, ০১৭৪৯-৩৭২৩৭৮ ও ০১৭৮৩১-৬৬৬৭৫ মোবাইল নাম্বারে ফোন করলে করোনা আক্রান্ত রোগীদের কাছে স্বল্প সময়ের মধ্যে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেয়া হবে। সংবাদ সম্মেলনে শ্বাস ব্রিগ্রেড সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

