গোবিন্দগঞ্জে করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের শিখণ ঘাটতি পূরণে শিক্ষকদের করনীয় শীর্ষক আলোচনা সভা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের শিখণ ঘাটতি পূরণে শিক্ষকদের করনীয় শীর্ষক আলোচনা সভা ও প্রধান শিক্ষক আব্দুস ছামাদ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কামারদহ ইউনিয়ন শাখার আয়োজনে গুমানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হোসেন আলী।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি ময়েজ উদ্দিনের সভাপতিত্বে ও সহসভাপতি সম্পাদক রুহুল আমিন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার রমজান আলী সরকার, সহকারি উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, সাজ্জাদুর রহমান শাহিন, মীর সামছুল আলম, চয়নিকা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মির্জা মোঃ শওকত জামান প্রধান, সহকারি শিক্ষক সমাজের উপজেলা সভাপতি আকতারুজ্জামান ফারুক, শিক্ষক নেতা মিলন, প্রধান শিক্ষক হাসানুল হাসিম সুইট, জহুরুল ইসলাম ও বিদায়ী শিক্ষক আব্দুস ছামাদ। অনুষ্ঠানে উপজেলার চাঁদপাড়া ক্লাস্টারের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষক উপস্থিত ছিলেন।

