গোবিন্দগঞ্জে কমিউনিটি পুলিশিংয়ের বর্নাঢ্য র্যালী-সমাবেশ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা-সর্বত্র” এই স্লোগানে সারা দেশের ন্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে- ২২ উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও সমাবেশ করা হয়েছে।
গোবিন্দগঞ্জ কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আয়োজনে ও থানা পুলিশের সহযোগিতায় দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১০টায় গোবিন্দগঞ্জ থানা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিডি হলে গিয়ে সমাবেশে অংশ নেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিনের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য দেন, আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু। পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, এমপির সমন্বয়ক কৃষিবিদ আব্দুল্লাহ আল হাসান চৌধুরী লিটন।
এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পলনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, গোবিন্দগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বসির আহমেদ, শহরগছি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ারুল ইসলাম বিরু ও বীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন প্রমুখ।
এসময় পৌরসভা ও ১৭ টি ইউনিয়নের কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

