গোবিন্দগঞ্জে এমপির ঐচ্ছিক তহবিল থেকে দুঃস্থ অসহায় পরিবারের মাঝে অর্থ বিতরণ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৫৯ PM, ১৮ এপ্রিল ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জ স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরীর ঐচ্ছিক তহবিল থেকে দুঃস্থ অসহায় পরিবারের মাঝে অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলা উপজেলা পরিষদ হলরুমে অর্থ বিতরণ অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান আ. র. ম শরিফুল ইসলাম জর্জ, নাকাই ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার মো. সাজু ও শাখাহার ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ।

প্রধান অতিথি উপজেলার ১৭ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৬৩ টি দুঃস্থ অসহায় পরিবারের মধ্যে ৪ হাজার করে আড়াই লাখ টাকা বিতরণ করেন।

আপনার মতামত লিখুন :