গোবিন্দগঞ্জে এতিম শিশু শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মহিউদ্দিন শাহীর উদ্যোগে ইউনিয়নের ৬টি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় চারশতাধিক কম্বল শীতার্ত ছাত্রদের মাঝে বিতরন করা হয়েছে। গতকাল এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরনকালে উপস্থিত ছিলেন, রাষ্ট্র সংষ্কার আন্দোলন জাতীয় সমন্বয়ক সদস্য ও বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ছামিউল আলম রাসু, কৃষক নেতা রবিউল আউয়াল বিএসসি, বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ তাজুল ইসলাম প্রধান,সাবেক দপ্তর সম্পাদক মোশারফ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ও ছাত্র নেতা সাইমুন বিন শাশী প্রমূখ।

