গোবিন্দগঞ্জে একটি বাড়ীতে বিস্ফোরণ, নিহত ৩

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৩১ PM, ২৪ মার্চ ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি বাড়ীতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার কামারদহ মেকুরাই নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কামারদহ ইউনিয়নের মেকুরাই নয়াপাড়া গ্রামের কাসেম আলীর ছেলে বাড়ীর মালিক কুয়েত প্রবাসী বোরহান উদ্দিন (৩৮), একই গ্রামের মৃত কবির উদ্দিনের ছেলে ওয়াহেদুল ইসলাম (৩২) ও মহিমাগঞ্জ ইউনিয়নের কুমিড়াডাঙ্গা গ্রামের তৈয়ব আলীর ছেলে মো. রানা (২৯)। 

বিস্ফোরণে রানার বাম হাতের কব্জি উড়ে গেছে।

স্থানীয় ও নিহত বোরহান উদ্দিনের স্ত্রী হিরা বেগমের বরাতে জানা যায়, বুধবার বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে বোরহান উদ্দিন বাড়ীর অদূরে জমিতে কাজ করতে যান। এসময় অজ্ঞাত দুই ব্যক্তি বোরহান উদ্দিনের বাড়ীতে আসে। কিছুক্ষণ পর একই গ্রামের ওয়াহেদুল ইসলাম ওই বাড়ীতে গিয়ে একত্রিত হন। এসময় বোরহান উদ্দিনকে বাড়ীতে না পেয়ে জমি থেকে বোরহান উদ্দিনকে ডেকে আনেন ওয়াহেদুল।

বোরহান উদ্দিনের স্ত্রী হিরা বেগম জানান, ওয়াহেদুল জমি থেকে আমার স্বামী বোরহানকে বাড়ীতে ডেকে এনে একটি পরিত্যক্ত ঘরে প্রবেশ করে। আমি তখন অন্য একটি ঘরে কাজ করছিলাম। কিছুক্ষণ পর বিকট শব্দ হয়। শব্দ শুনে ঘর থেকে দৌড়ে বেড় হয়ে দেখতে পাই বিস্ফোরণে ঘরের টিনের চালা উড়ে গেছে এবং রুমের পাশে দুইজনের লাশ পড়ে আছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে আসে।

ঘটনাস্থলে র‌্যাব, পুলিশ, মোতায়েন করা হয়েছে। আলামত সংগ্রহে সিআইডি কাজ করছেন।
স্থানীয়রা বলেন, বোরহান উদ্দিন দীর্ঘদিন কুয়েতে ছিলেন। কয়েক বছর আগে তিনি দেশে আসে। তার দুটি ট্রাক্টর রয়েছে। তিনি কৃষি কাজ করতেন। তাকে সন্দেহ জনিত কোন কাজ করতে দেখা যায়নি।

ঘটনা নিশ্চিত করে গাইবান্ধার পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, বিস্ফোরক জাতীয় কিছু বিস্ফোরিত হয়েছে। আমরা দুইজনের পরিচয় নিশ্চিত হয়েছি। অন্যজনে পরিচয় এখনো জানা যায়নি।

তবে এ ঘটনায় বগুড়া শিবগঞ্জের এক ব্যক্তিকে আটকের পর থানা হাজতে রাখা হয়েছে। তাকে জিঞ্জাসাবাদে ঘটনার বিষয়ে জানা যাবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন :