গোবিন্দগঞ্জে একই নামে আরেকটি সংগঠন করায় ৫৩জনের বিরুদ্ধে মামলা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গঠনতন্ত্র না মেনে একই নামে আরেকটি প্রেসক্লাব গঠন করায় ৫৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৯ জুলাই) গোবিন্দগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করা হয়। শুনানি শেষে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু বাদী হয়ে মামলাটি করেন।
মামলা সূত্রে জানা গেছে, গঠনতন্ত্র মেনে নিয়মতান্ত্রিকভাবে গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান অভিনন্দন জানিয়েছেন।
এদিকে, একই নামে আরেকটি ২০২১-২০২৩ সালের ৫৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী গোবিন্দগঞ্জ প্রেসক্লাব গঠন করা হয়। ওই কমিটি যাতে ক্লাব ভবনে বসে কার্যক্রম পরিচালনা করতে না পারে সেজন্য অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।
বাদী পক্ষের আইনজীবী রাজিবুল হক রাজিব এ তথ্য নিশ্চিত করে জানান, কেন অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা হবে না এই মর্মে আদালত ৭দিনের মধ্যে কারণ দর্শনোর নোটিশ জারি করেছেন।
সাংবাদিক খোকন আহম্মেদ, রফিকুল ইসলাম রফিক, শাহআলম সরকার সাজু, মনজুুর হাবিব মঞ্জু, রাসেল কবির ও উজ্জল হক প্রধান সহ ৫৩ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়।

