গোবিন্দগঞ্জে উপনির্বাচনে বরখাস্ত চেয়ারম্যানের স্ত্রী নাহিদা আক্তার বিজয়ী
ডিবিসি প্রতিবেদক;
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নাহিদা আক্তার রুমা আনারস প্রতীকে ৫ হাজার ১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শাহানা আক্তার নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪৬৭ ভোট। বিএনপির প্রার্থী আবু তাহের মন্ডল শামীম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩৩১ ভোট।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
মোট ভোট পড়েছে ১১ হাজার ৯৪০টি। এরমধ্যে বৈধ ভোটের সংখ্যা ১১ হাজার ৮১২ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ১২৮। ভোট প্রদানের হার ৫৯ দশমিক ৩৯ ভাগ। ওই ইউনিয়নে মোট ২০ হাজার ১শ’ ৩জন ভোটার।
প্রসঙ্গত, গত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমীর হোসেন শামিম চেয়ারম্যান পদে নির্বাচিত হন। কিন্তু তার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ১০জন ইউপি সদস্য অনাস্থা আনেন। এরই প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান আমির হোসেন শামিমকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ২০১৮ সালের ২৫ ফেব্রুয়ারি চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেয়।
উপনির্বাচনে বরখাস্ত চেয়ারম্যান আমীর হোসেন শামিমের স্ত্রী নাহিদা আক্তার রুমা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে বিজয়ী হলেন।

