গোবিন্দগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরষ্কার বিতরণ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ারা হোসেন চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জননেতা আব্দুল লতিফ প্রধান, পৌর মেয়র মুকিতুর রহমান রাফি।
এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, উপজেলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম, থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার শফিউল আলম মন্ডল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ-রেজা-ই মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমজান আলী সরকার ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আ,র,ম শরিফুল ইসলাম জর্জ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
