গোবিন্দগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন প্রতিবন্ধীর কর্মসংস্থান
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে তিনজন প্রতিবন্ধীকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
গাইবান্ধার জেলা প্রশাসক মো. আব্দুল মতিনের নির্দেশে দুজনকে দোকানঘর নির্মাণসহ মালামাল ক্রয় এবং অপরজনকে অটোভ্যান ক্রয় সহ তিন প্রতিবন্ধীকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণ।
নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণ জানান, প্রতিবন্ধী মো. আউয়াল ইসলাম উপজেলার নাকাইহাটের একটি স্থানীয় মসজিদে মুয়াজ্জিন হিসেবে কর্মরত আছেন। যা থেকে খুবই সামান্য পরিমাণ সম্মানী পেতো। তার পরিবারের পাঁচ-ছয়জন সদস্যের খরচ মেটানো তার পক্ষে খুবই কষ্টকর ছিল।
অপর দিকে, শ্রী মত্তন শীল একটি সেলুনের দোকানে কাজ করত। কিন্তু তিন বছর আগে সে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে কর্মহীন হয়ে পড়ে।
এছাড়া শিবপুর ইউনিয়নের প্রতিবন্ধী মো. শাহ আলমের একটি অটোভ্যান ছিল। যা দিয়ে সে সংসার চালাতো। কিন্তু কয়েকমাস আগে তার একমাত্র সম্বল অটোভ্যানটি চুরি হয়। কোন উপায় না পেয়ে সে ভিক্ষাবৃত্তি শুরু করছিলেন।
বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টগোছর হলে তাকে একটি নতুন অটোভ্যান কিনে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।

