গোবিন্দগঞ্জে ইফতার মাহফিল ও দোয়া
স্টাফ রিপোর্টার;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলার চাঁদপাড়া সিনিয়র মাদ্রাসার আয়োজনে পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) বিকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি ও শহরগছি আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, কামারদহ ইউপির সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম রতন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট,
কামার দহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই তালুকদার, সাধারণ সম্পাদক শাহজাহান আলী সরকার, মহিলা কলেজের সহকারী অধ্যাপক্ষ ফিরোজ খান নুন, মহিমাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম বকুল, চাঁদপাড়া সিনিয়র মাদ্রাসার সাবেক সভাপতি ও মাস্তা দাখিল মাদ্রাসার সভাপতি শহিদুল ইসলাম কমেট, চাঁদপাড়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. আব্দুল ওয়াদুদ,
সাবেক অধ্যক্ষ আবু মঈন মো. ময়েজ উদ্দিন, চাঁপড়ীগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. খালেদুর রহমান, ইউপি সদস্য পাতা সহ উপজেলা-স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নে বিশ্বে রোল মডেল।
এছাড়াও প্রধান অতিথি দুই দফায় এমপি নির্বাচিত হয়ে উপজেলার নানা উন্নয়ন কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন।
অন্যান্য বক্তারা আগামীতে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
আলোচনা সভার পর দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া শেষে ইফতার সম্পন্ন হয়।

