গোবিন্দগঞ্জে ইপিজেড নির্মাণ বন্ধের দাবীতে প্রতিকী অনশন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৩৬ PM, ০২ এপ্রিল ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদাফার্ম ইক্ষুখামারের জমিতে ইপিজেড নির্মাণ বন্ধের দাবিতে প্রতিকী অনশন করেছেন সাঁওতালরা।

শনিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার কাটামোড়ে সাহেবগঞ্জ বাগদাফর্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কের সভাপতিত্বে এ কর্মসূচি পালিত হয়। গাইবান্ধা আদিবাসী বাঙ্গালি সংহতি পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। এতে বক্তব্য রাখেন, গাইবান্ধা আদিবাসী সংহতি পরিষদের আহবায়ক ও জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবির তনু, মানবাধিকার কর্মী শহিদুল ইসলাম ও জয়পুরহাট জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট বাবুল রবিদাস প্রমুখ।

বক্তারা বলেন, তিন সাঁওতাল হত্যাকান্ডের পাঁচ বছর পেরিয়ে গেলেও আজও বিচার হয়নি। বর্তমানে এই জমিতে সাঁওতালরা ধানসহ বিভিন্ন ফসল চাষাবাদ করে জীবন-জীবিকা নির্বাহ করে আসছে। সরকারের পক্ষ থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করার কথা থাকলেও তা করা হয়নি। উল্টো তাদের বসতবাড়ী উচ্ছেদসহ জমি কেড়ে নেওয়ার পায়তারা চলছে।

বক্তারা ইক্ষুখামারের তিন ফসলি জমিতে ইপিজেড নির্মাণ বন্ধের দাবী জানান। সেইসাথে সাঁওতালদের বাপ-দাদার জমি ফেরত, বসতবাড়ী ভাংচুর, লুটপাট ও তাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৭দফা বাস্তবায়নের দাবি করেন। পাশাপাশি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘুটু গ্রামের দুই সাঁওতাল বিষ পানে আত্মহত্যার প্ররোচনাকারী সাখাওয়াতের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান। তা না হলে বৃহত্তর আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করে বক্তারা।

আপনার মতামত লিখুন :