গোবিন্দগঞ্জে ইনতেফা কোম্পানীর কীটনাশকসহ ব্যবসায়ী আটক
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইনতেফা কোম্পানীর কীটনাশকসহ জাহাঙ্গীর আলম (৪৬) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। উপজেলার মহিমাগঞ্জ বাজারে ব্যবসা প্রতিষ্ঠান থেকে শনিবার দুপুরে তাকে আটক করা হয়। আটক জাহাঙ্গীর আলম উপজেলার পুনতাইড় ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুল ওয়াহেদ এর ছেলে।
জানা গেছে, উপজেলার ফাঁসিতলা বাজারে মেসার্স মন্ডল ট্রেডার্স নামে এক ব্যবসা প্রতিষ্ঠানে গত ১৫ মার্চ রাতে ইনতেফা সহ অন্যান্য কোম্পানীর ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়। পরদিন চুরির ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় ৯৭৮ নং সাধারণ ডায়েরী (জিডি) করেন মন্ডল ট্রেডার্সের মালিক আতিকুর রহমান শাহিন। পুলিশ জিডির সূত্র ধরে বিভিন্ন এলাকায় চুরিকৃত মালামাল উদ্ধারের চেষ্টা চালিয়ে আসছিলেন। এরই একপর্যায়ে শনিবার দুপুরে উপজেলার মহিমাগঞ্জ বাজারে মেসার্স ইউসুফ ট্রেডার্স নামক ব্যবসা প্রতিষ্ঠান থেকে ইনতেফা কোম্পানীর বাতির নামক কীটনাশক উদ্ধার করে পুলিশ। এসময় ব্যবসা প্রতিষ্ঠান থেকে চুরির মালামাল উদ্ধার হওয়ায় ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে আটক করা হয়।
গোবিন্দগঞ্জ থানার এসআই জসিম উদ্দীন বলেন, জাহাঙ্গীর আলম নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

